Wednesday, 20 April 2016

মনের বাড়ি

শহুরে কার্ণিশে ধূলোজমা বিকেল
সাদা ল্যাম্পপোস্ট হলদেটে জামা পড়ে
বেড়ে ওঠে চৈতন্যবোধ মৃতের ভিড়ে-

যা চিলতে সুখবোধ ছিল,
তুমিও ছিলে অজান্তেই মনও মনের বাড়ি!

(প্রকাশিতঃ ই-ম্যাগাজিন জলফড়িং এর পাতায়)

0 comments:

Post a Comment