আক্রোশ
যেখানে পাতানো রাত-
সেখানে অদৃশ্য চোখ!
ব্যস্তানুপাতিক হারে কবি একজন লম্পট।
স্বপ্ন
জামা তুমি ফুলহাতা
চোখদুটো পকেট জুড়ে শূন্যস্থান
ঠাণ্ডা একটা ঘুম, এবং..
নাক, মুখ, ঘাম অস্পৃশ্য ঘোলাটে আদর
চুপ কবিতার নাকি শিরোনাম হয়না!
সহজ বলি, ফুলহাতার নামতা জানিনা।
ভুল
কেন মেঘের নামে তুমি থাকো?
শুভ্রতা, চোখ, এসব বানোয়াট!
কবি বলল ঘুম আর তুমি জেগে,
দেখলে একটা প্রকট অন্ধকার
আর?এসব পাতানো ছঁক, সব।
একটা ভুলের মাশুল সহস্র চোখ
একটা ভুলের মাশুল চোখ নির্ঘুম
মায়ায় জড়িয়ে শূন্যতা শূন্যতা।
(চিত্র অনলাইন থেকে সংগ্রহীত)
0 comments:
Post a Comment