Wednesday, 20 April 2016

রিফ্লেকশান ইজ জিরো!

আমাদের ‘ভালোবাসি খুব’ শব্দের সঙ্গে,
বেমানান এই কবি রাত; ইচ্ছের রাত
ভুলবে বলেই বেড়ে গ্যাছে সেই কবে
শাড়ির আঁচলে মেলে দিলে কি সব?

মিথ্যে প্রেম অথবা প্রণয় বিভ্রাট
খুব কড়াকড়ি তুমি, আমি কবি হই
প্রেম ভুলে ধোঁয়াশা সোডিয়াম লাইট
মাছিগুলো বাড়ি ভুলে যায় নিশ্চয়ই!

দৌঁড়ে পেরুই সেই কবে হাত..
ছুঁয়ে খুব কবিতায় ঘাপটি মারি

আজ ইচ্ছে হলেই ঘাপটি মারি—

শঙ্খবাস অতীতের ঘর পোস্টম্যান
পোড়া সিগারেট-এই তুমি আমি ‘রেট’
আর পাখিদের গান জুড়ে থাকবে—

আমি চাইলেই তুমি থাকলেনা !

(প্রকাশিতঃ বগুড়া লেখক চক্রের ম্যাগাজিন নিওর এর ১০ম সংখ্যায়)

0 comments:

Post a Comment