Wednesday, 20 April 2016

পিস ফর গড স্যাক্রিফাইজ!

তুমি কি কবিতা পছন্দ করো মেইক এমব্লেট?
হারানো গীর্জার ঘন্টার ভিড়ে নতুন ঘন্টার ভাঁজ,
তুমি কি ভালবাসতে পারো?
অসুস্থ-জরাজীর্ণ মানুষের ঘর-
মিথ্যের পাহাড় সাড়ম্বরে চিত্রকলা খোঁজে
সবুজ ছিঁড়ে বের হয় কারো-কারও কঙ্কালছাপ!
মেট্রো সিগন্যাল?সিগারেট ধোঁয়া?হুইসেল?
ওহ্, তুমি তো হুইস্কির আঁশে গলা ধুয়ে নাও! পত্রিকার টাইমস্ অথবা ঘুমের স্লোগান,
বিচ্ছেদ অথবা একরাশ প্রণয়; কি চাও তুমি?

একদিন বুভুক্ষ প্রাণী ঘুমিয়ে গেলেন-
হাফ ছেড়ে বেঁচে গেল পুরো পৃথিবী!
তার চোখ মায়া আর অসুস্থ
তার কন্ঠস্বরের হাঁপানি
শ্বাপদের দুঃখ :
মিথ্যাচার মিশেল ঘুম-স্বপ্ন-ইচ্ছে-
আমাদের পুষিয়ে দিলেন।
হাসো। ইচ্ছেমত।
ঘুমন্ত প্রাণী শান্তি খোঁজে না।

(প্রকাশিতঃ ম্যাগাজিন সমধারা ভাষা সংখ্যা-১৬ তে)

0 comments:

Post a Comment