Thursday, 21 April 2016

ঘুম ঘর

মাঝ নদীতে ঘুমিয়ে শঙ্খচিলের ঘর
সন্ধ্যের আতশকাঁচ জানালায় আকঁড়ে।

এক হতাশা নীল বকুল ফোঁটা শহরে
ঘুম বলতে সেই আটকে ছিল নাভীপদ্মে, যুগান্তরের নৌকো বৈঠা ছাড়িয়ে যায়..
গ্রীষ্মের গ্রীনকার্ড স্বপ্নের কিনারায় যায়নি।

ধোঁয়াশা—
ধূসরধ্রুব চোখে ঝাঁকে ঝাঁকে প্রেম
আচমকা জেগে যায় ঠোঁটের ঘর।

ছুটিতে যাস?বাড়িটি রাখিস কোথায়?

(প্রকাশিতঃ নীলসাধু সম্পাদিত ম্যাগাজিন মেঘফুল এর বইমেলা সংখ্যা-১৬তে)

0 comments:

Post a Comment