Wednesday, 20 April 2016

পাসওয়ার্ড কাব্য

অসুখের রাতেও খুনসুঁটি বেড়ে যায়
মন পোড়ে দেহ পাসওয়ার্ড খুঁজে বেলা কাটায়!

চতুরঙ্গ অসুখের সীমানায় তারকাঁটার বেড়া
অসুখেরাও সুখে নেই খুব -
বেলা বেড়ে রোগ হয় অসুখের ডানহাতে।

ঘেঁষে উঠে নিঃস্তব্ধতা সময়ের না চাওয়ায়
পাসওয়ার্ড আবারও ভুল,ঠিক হবার নয় !

(প্রকাশিতঃ ম্যাগাজিন আড্ডার ১৮তম সংখ্যায়, বইমেলা-১৬ তে)

0 comments:

Post a Comment