Wednesday, 20 April 2016

ইচ্ছেরা

জমে থাকা হুইসেলে দিনগুলো অন্ধকার
ভেস্তে গেলাম উপবাস রেখে-
পাখিদের নামফলকে তোমার নাম রাখি;
তোমার ভালবাসাগুলো রেখে দিই অনন্ত।

টুপটাপ বৃষ্টি এলো মনের উঠোনে
চোখদুটো ধুয়ে দাও মেঘ-চাঁদ-রাত-

(প্রকাশিতঃ অনলাইন পত্রিকা আপডেট নিউজ24 ডটকম এর সাহিত্য বিভাগে)

0 comments:

Post a Comment