Wednesday, 3 August 2016

একগুচ্ছ কবিতা

মায়াসমস্ত

জ্যোৎস্না ধরি-
ঘুমগুলো বিলিয়ে দিই চাঁদ..
এইসব সন্ধ্যারাত; কবিতায়, বুঁদ হয়ে ঘুমিয়ে সব
প্রলয় জাগে চোখের শরীরে

মায়া, তুমি এলেই আমি শূন্যতা উড়িয়ে দিই

আকাশ

তোমায় আঁকব বলে ধূসর চোখ-
অন্ধকার সেসব শুনে দ্যাখেনি কখনোও!
পাতা জুড়ে ছিপছিপে দাগ, আলো..
আমি লেপ্টে জড়িয়ে যাই
ঠোঁট তুমি ধোঁয়াশা চাঁদর নও-

কলমের গায়ে মায়াবিভ্রম খুব
মায়াগুলো তুমি ছুঁয়ে দাও

ছায়া

এখানে যেসব অন্ধকার, জানালা..
এখানে তুমি নেই অথচ তুমিই আছো

বিকেল জমে সন্ধ্যে হয়-

(অপ্রকাশিত কবিতাগুচ্ছ, ART VASEL এর Highlight ইমেজটি ব্যবহার করা হয়েছে)

0 comments:

Post a Comment