Thursday, 4 August 2016

অন্ধকার ও প্রেমসমূহ

এক.

কবিতা লিখলে যদি কবিই হতাম
ছায়াছবি দেখে এঁকে ফেলতাম নাঈকার ঠোঁট-

     এসে জড়িয়ে ধরো
     এসে ঘুম হয়ে যাও
     পাখি হও ঠোঁটে, আফসোস
     ছায়া দাও চোখে, দিল খোশ্ !

কবিতা এক ধ্রুপদি মিথ্যে, সহস্র..
তুমি দেখোছোকি মায়া কতোটুকু?
সব সব অন্ধকার- এই দ্যাখো

দুই.

পৃথিবীর পৃষ্ঠা সেসব সহজ গানের কলম
আমি তুমি যতো বন্দী পাহাড়-
আমি এক পোঁড়া সিগারেট, তুমি ফুটন্ত গোলাপ!

তিন.

কাঁটাতারের গল্প শোনাও
কাঁটা বোঝো না গল্প বোঝো?

(অপ্রকাশিত কবিতা, Society6 -এর Close noir ইমেজটি ব্যবহার করা হয়েছে)

0 comments:

Post a Comment