পাহাড়ের চোখ একরাশ বুনোফুল
জোনাক সাদৃশ্য এক হলুদের ঘুম
তুমিময় এ শহর, শহরে জেগে ভুল
টুপটাপ নেবে আসে শঙ্খের ঘর
এবার, কেমন মেয়ে ? ফুল বিক্রি খুব
তুমি চোখের মতো তুলে রাখো চোখ
আমরা সব দক্ষিণের চিঠি, এইতো
নিজ শহর–, এসে দেখো কতোটুকু?
পাহাড় অথচ ঘুম জানি তোলা থাকে–
( 'জল ও ভেসে যাওয়া সত্য` পাণ্ডুলিপি থেকে কবিতা )