Wednesday, 11 May 2016

প্রকৃতি পর্ব

পাখিদের মতো ডানা জাপ্টায় শরীর
শাপলার বনে জাগে আহত প্রেমিক
চোখ খুলে বিদিশার প্রেম, অথৈ অরণ্য-
অন্ধকারের চোখে এঁটে দিই মন মন খেলা!

দেখেছো তুমি বিবর্ণ ছায়া?উড়ে যায়…
জুড়ে বসে ফড়িঙ জ্বর পাতাগুলোয়?
আর আমি কি ভেবে-ভেঙে অস্থির খুব।

এইসব চোখের দেশে মায়াবীর জন্ম
খেলা চলে পাতায় পাতায় ডাহুক ডাকে!

(অপ্রকাশিত কবিতা, চিত্র সংগ্রহিত আনিসুল হক -এর ফেসবুক পেইজ থেকে)